সিইউ এর নতুন নেটওর্য়াক লেবেল প্রিন্টার

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এল সিইউ ব্র্যান্ডের নতুন নেটওর্য়াক লেবেল প্রিন্টার (মডেল: এলকে-বি২৪)। কোরিয়ার তৈরী এই ব্র্যান্ডটি বাংলোদেশে গত কয়েক বছর যাবৎ সন্তোষজনকভাবে বাজারজাত হয়ে আসছে। এটি ডিরেক্ট থার্মাল ও ট্রান্সফার থার্মাল দুটো প্রযুক্তিতেই প্রিন্ট করতে পারে। এই প্রিন্টারটি ২০মি.মি. থেকে ১১৪মি.মি. প্রসস্ত পেপার প্রিন্ট করতে পারে। শুধু তাই নয় এই প্রিন্টারের পেপার এবং রিবন রিপ্লেস করা অত্যন্ত সহজ।

প্রাইজ ট্যাগ, রিটেইল শপ, রপ্তানী লেবেল, বিমানবন্দর লাগেজ ট্যাগ, কেবিন ট্যাগ, হাসপাতাল, গুদামঘর, বিভিন্ন ফ্যাক্টরী ও ফার্মাসিটিক্যাল কোম্পানীতে এ প্রিন্টারের ব্যবহারীতা অতুলনীয়।  বিস্তারিত ০১৯৭৭৪৭৬৪৩০

Share This:

*

*