সামার ল্যাপটপ ফেয়ারে স্মার্ট টেকনোলজিস

১৩ মে থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সামার ল্যাপটপ ফেয়ার। মেলায় বিভিন্ন পন্যে বিশেষ অফার ঘোষনা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। ডেল ল্যাপটপ এর সাথে মডেলভেদে থাকছে একটি করে আকর্ষনীয় মাইক্রোম্যাক্স স্মার্টফোন এবং ম্যাজিক মগ ফ্রি, এইচপি ব্রান্ডের ল্যাপটপের সাথে উপহার হিসেবে থাকছে একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি এবং স্ক্র্যাচ কার্ড। তাছাড়াও, নির্দিষ্ট মডেলের সাথে থাকছে আকর্ষনীয় এইচপি ব্যাকপ্যাক। লেনোভো ল্যাপটপের সাথে থাকছে একটি আকর্ষনীয় লেনোভো স্মার্টফোন, অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সাথে আকর্ষনীয় সেলফি স্টিক, নেটিস ব্রান্ডের ওয়্যারলেস রাউটারের সাথে একটি টি-শার্ট ফ্রি। তাছাড়াও, অ্যাপল, এইচপি এক্সেসরীজ, ডিলাক্স, এক্সট্রিম, পিএনওয়াই, কোরসেয়ার ব্রান্ডের পন্যে থাকছে ৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

Share This:

*

*