শনিবার রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাকক্ষে ‘নেক্সট জেনারেশন এডুকেশন অ্যান্ড সিকিউরিটি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজন করা হয় এক আলোচনা সভার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হারুনুর রশিদ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড অব ডিপার্টমেন্ট ড. তৌহিদ ভূঁইয়া এবং সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার,সহ সভাপতি দেব দুলাল রায়, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি আরাফাত সিদ্দিকী ও এডিএন এডুসার্ভিসেস লিমিটেড এর হেড অব বিজুনেস নুরুল আলম সোহেল। দেশের শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির গুরুত্বপুর্ন বিষয়াদি সংযুক্ত করার আহবান জানানো হয় আলোচনা সভায়। সাইবার নিরাপত্তা বর্তমানের এক বড় চ্যালেঞ্জ । সাইবার হামলা ঠেকাতে প্রয়োজন সুদক্ষ আইসিটি জনবল।আর এ জনবল গড়ে তোলার ক্ষেত্রে অ্যাকাডেমি এবং ইন্ড্রাস্ট্রির একযোগে কাজ করতে হবে । সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড অব ডিপার্টমেন্ট ড. তৌহিদ ভূঁইয়া এবং সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার।
সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাইবার সিকিউরিটি। এ জন্য প্রস্তুতি নিতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়েই। এখন থেকে সার্বিক প্রস্তুতি না নিলে বড় ধরণের সাইবার হামলার মুখোমুখি হতে হবে। যা ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণের জন্য মোটেও সুখকর নয়।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো এডিএন এডুসার্ভিসেস লিমিটেড এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।