বিশ্বখ্যাত নোটবুক নির্মাতা আসুস শিক্ষার্থীদের জন্য এবার বাজারে নিয়ে এলো উন্নত প্রযুক্তির ইন্টেল সেলেরন ডুয়েল কোর প্রসেসর সম্বৃদ্ধ নতুন ল্যাপটপ আসুস এক্স৪৫৩এসএ ও এন৩০৫০ । ২ জিবি ডিডিআর৩ র্যাম ও ৫০০জিবি হার্ডডিস্ক ড্রাইভ সম্বলিত ১৪ ইঞ্চির এই এইচডি এলিডি ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপটি স্বাছন্দ্যে ব্যবহারোপোযোগী। শিক্ষার্থীদের সচরাচর কাজের জন্য এতে আরো রয়েছে ৫০০জিবি সাটা হার্ডডিস্ক ও চিকলেট কী-বোর্ড যার ফলে ল্যাপটপটি দ্রুত কমান্ড গ্রহণকরতেসক্ষম। এছাড়াও অসাধারণ অডিওর জন্য এতে ব্যবহৃত হয়েছে সনিক মাস্টার টেকনোলজি। এছাড়াও নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াই-ফাই, ব্ল-টুথ, এইচডিওয়েবক্যাম , টু ইন ওয়ানকার্ড রিডার, ল্যানজ্যাক। উল্লেখ্য শুধুমাত্রকালো রঙ এই ল্যাপটপ টি পাওয়া যাবে বাজারে । ২ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এই ল্যাপটপটির বিশেষ মূল্য ১৯,৯৯৯ টাকা।