সমঝোতায় আকাশ ডিটিএইচ

ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ সেবা ডট এক্সওয়াইজেড এবং ইজিট্র্যাক্সের সঙ্গে কৌশলগত সমঝোতা করেছে। এ সমঝোতা চুক্তির আওতায় সেবা ডট এক্সওয়াইজেড এবং ইজি ট্র্যাক্সের মাধ্যমে গ্রাহকদের কাছে আরও সহজে পৌঁছে যাবে আকাশ ডিটিএইচ।

রাজধানীর গুলশানে আকাশ ডিটিএইচ’র হেড অফিসে এ সংক্রান্ত পৃথক চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বেক্সিমকো কমিউনিকেশন্স’র হেড অফ মার্কেটিং মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, সেবা এক্সওয়াইজেড’র চিফ ফাইনান্সিয়াল অফিসার মো. জহির উদ্দিন এবং ইজট্র্যাক্সের চিফ অপারেটিং অফিসার আবুল বাশার মো. শরিফ।

Share This:

*

*