সফটওয়্যার মেলায় সেবা টেকনোলজিসের পারিবারিক নিরাপত্তা বিষয়ক সফটওয়্যার

১ থকে ৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য বেসিস সফটএক্সপো-২০১৭ তে তথ্য প্রযুক্তির বিশেষ প্রদর্শনী করবে সেবা টেকনোলজিস লি. (এস,টি,এল)। ৮ নং প্যাভিলিয়নে দেশব্যাপি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘সেবা লিংক’ প্রদর্শন থাকবে যা কিনা অভূতপূর্ব প্রিমিয়াম সেবা দেয়ার মাধ্যমে সীমাহীন সার্ফিং নিশ্চিত করবে। থাকছে বিশ্বের অন্যতম সেরা ইন্টিগ্রেটেড ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার Deskara (www.deskera.com) প্রদর্শন। এছাড়া থাকছে Sheba Pos (Point of Sales) এর প্রদর্শনী। এটি একটি স্মার্ট বিক্রয় ব্যবস্থাপনা সফটওয়্যার যা এস,টি,এল এর সর্বশেষ তৈরিকৃত পন্য এবং বাজারের শক্তিশালী মিশ্র-প্ল্যাটফর্ম এবং মিশ্র-উদ্যোগে ব্যাবহার উপযোগী। আমেরিকায় অবস্থিত সিলিকন ভ্যালি ভিত্তিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানি SurroundApps’র সাথে এস,টি,এল, নিয়ে এলো সতর্ক পরিবার Shotorko Poribar। এটি একটি অনন্য পারিবারিক নিরাপত্তা সফটওয়্যার। এর মাধ্যমে পরিবারের সকলে সবার সাথে যে কোন সময় ও জায়গায় ভিডিওসহ যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের বিপদে অনুসরণ করে সহযোগিতা করতে পারবে। এস, টি, এল, দক্ষতাসহকারে ইন্টারনেট সার্ভিস, ডাটা সেন্টার, ক্লাউড সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্মার্ট নজরদারী এবং সাইবার নিরাপত্তা অবকাঠামো সমাধান প্রদান করে থাকে।

Share This:

*

*