সফটওয়্যার কপিরাইট নিয়ে গতকাল(সোমবার) রাতে এরিনা এক্সিলেন্স ও ম্যাটরস ডটকম এল এল সি আয়োজন করে এক অনলাইন সংবাদ সম্মেলনের। ম্যাটরস ডট কমএল এল সি এর প্রেসিডেন্ট মোস্তাইন বিল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভপাতি সৈয়দ আলমাস কবির। তিনি বলেন, মোধার মূল্যায়ন করতে না পরলে আইসিটি খাতের মূল্যায়ন করা কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, মেধাসত্বের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বেসিস একটি গাইড লাইন তৈরি করছে খুব দ্রতুই এই খসড়া গাইডলাইনটি সরকারের কাছে দেয়া হবে। প্রধান অতিথি বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, ওয়াইপ্রো সফটওয়্যার দিয়ে সফটওয়্যারের মৌলিকত্ব যাচাই করা হয়। এরপর পেটেন্ট দেয়া হয়। তিনি আরও বলেন, লিটারেচার ক্যাটাগরিতে থাকলেও সফটওয়্যারের স্বত্ব নিবন্ধনে সোর্স কোড জমা না রেখে কেবল ডেমো উপস্থাপনের মাধ্যমেই দেশে কপিরাইট দেয়া হচ্ছে। তবে সোর্স কোড জমা না রেখে সফটওয়্যারের বৈশিষ্ট্য জমা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, একইসঙ্গে পেটেন্টপ্রক্রিয়া সহজ করতে পেটিপেটেন্ট পলিসি আইনে সংযোজন করা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশকপিরাইট অফিসের কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুন এবং লিগ্যাল এইড সার্ভিস প্রোভাইডার ব্যারিস্টার ওলোরা আফরিন। সেমিনারে ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুন জানান, সফটয়্যার কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য সোর্স কোড প্রিন্ট আউটের কপি জমা দেবার কোন প্রয়োজন নেই। এক হাজার টাকাফি দিয়ে সফটয়্যার এর দুই সেটসিডি/ডিভিডি জমা দিলেই হবে, পেন ড্রাইভে গ্রহণযোগ্য নয়। আর মোবাইল অ্যাপএর ক্ষেত্রে অফিসে এসে এর ডেমো দেখাতেহবে।