শিশুদের ব্যাবহারযোগ্য সব ধরনের ডিজিটাল ডিভাইসে ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাব ক্যাসপারস্কি সেফ কিডস অবমুক্ত করেছে। সেফ কিডসের বিস্তারিত জানাতে ক্যাসপাস্কির পরিবেশক অফিস এক্সট্রাক্টস আজ বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরামের কনফারেন্স রুমে আয়োজন করে এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন অফিসএক্সট্রাক্টস এর সিইও প্রবীর সরকার। তিনি বলেন বাংলাদেশে সাইবার সিকিউরিটি ব্যবস্থাপনায় ক্যাসপারস্কি তার শ্রম ও সেবা দিয়ে যাচ্ছে। সামাজিক দায়িত্ববোধ ও সময়ের চাহিদার কথা সর্বোচ্চ বিবেচনায় রেখেই ক্যাসপারস্কি সেফ কিডস সেবাটি নিয়ে এসেছে। তিনি আরও বলেন ইন্টারনেটের ভালো মন্দ দুটি দিক ই রয়েছে। মন্দের হাত থেকে রেহাই পেতে ইন্টারনেটকে এড়িয়ে চলা বা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া মোটেই সঠিক সমাধান নয়। সচেতনতা এবং অনলাইনে নিশ্চিত নিরাপত্তাই শিশুদের নিরাপদে রাখতে পারে। ক্যাসপারস্কি সেফ কিডস বিশেষভাবে শিশুদের জন্য ইন্টারনেটে সুরক্ষা দিতে সক্ষম। সফটওয়্যারটি ডিজিটাল ডিভ্ইসকে ভাইরাস সুরক্ষার পাশাপাশি শিশুদের ইন্টারনেট নিরপত্তারও নিশ্চিত করবে। কোমলমতি শিশু ইন্টারনেটে কতক্ষন অবস্থান করছে, কোন ডিভাইস থেকে সে ইন্টারনেটে প্রবেশ করছে, কি কি সাইট দেখছে এমনকি ইন্টারনেট ব্যবহারের সময়সীমাও বেধে দেওয়া যাবে এই সফটওয়্যারটির মাধ্যমে। এছাড়াও বাড়তি সুবিধা হিসেবে সেফ কিডস দিচ্ছে রিয়েল টাইম ট্র্যাকিং, অ্যানড্রয়েড কল এবং এসএমএস ট্রাক এর সুবিধা।
অভিবাবকদের সেফ কিডস বিষয়ে যে কোন পরামর্শ এবং গাইড লাইন দিতে অফিসএক্সট্রাক্টস আলাদা ভাবে সার্পোট চ্যানেল খুলেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় আগামী মাস থেকে দেশে শিশু নিরাপত্তা প্রচারণার কাজ করবে সেফ কিডস।