শেষ হয়েছে ঢাকায় অনুষ্ঠিত মেডিকেল, সার্জিক্যাল, হসপিতাল ইকুয়েপমেন্ট এবং ডায়াগনস্টিক পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী বাংলা মেডএক্সপ্রো। গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) তিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়ে শেষ হয়েছে শনিবার (২২ সেপ্টেম্বর) ।
এতে বিশ্বের ১৫টি দেশের আড়াই হাজারের বেশি স্বাস্থ্য পেশাজীবী, ৬৫০টি ব্র্যান্ড, ৬ হাজার ট্রেড ভিজিটর এবং ২৫০ এর বেশি এক্সিবিউটরস অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ভারতের স্বনামধন্য মেডিকেল অক্সিজেন গ্যাস প্লান্ট স্থাপনকারী প্রতিষ্ঠান এমভিএস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড অংশগ্রহণ করেছে। আইসিসিবি’র ২ নং হলের এম১৬৫ বুথে এমভিএস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে নানা তথ্য জানা যাচ্ছে।
১৯৭৭ সাল থেকে এমভিএস ইঞ্জিনিয়ারিং ৬০টির বেশি দেশে ৮ হাজারের বেশি মেডিকেল এয়ার ও গ্যাস সরঞ্জাম সরবরাহ করেছে। বাংলাদেশে এমভিএস ইঞ্জিনিয়ারিং এর একমাত্র মনোনীত পরিবেশক ইজিমেডিক হেলথকেয়ার। সম্প্রতি দিল্লিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে ইজিমেডিক হেলথকেয়ার বাংলাদেশে যেকোন হাসপাতালে এমভিএস ইঞ্জিনিয়ারিং এর কারিগরী সহায়তায় অক্সিজেন প্লান্ট স্থাপন করতে পারে।