শেষ হলো ডেল কাস্টমার নাইট

হয়ে গেল ডেল কাস্টমার নাইট। গত রবিবার চট্টগ্রামের রেস্টুরেন্ট পিটসটপে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড ও আমেরিকান বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ডেলএরযৌথ উদ্যোগে এই নাইট উদযাপিত হয়। জমকালো এই অনুষ্ঠানে ডেল প্রোডাক্ট সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রোডাক্ট হেড ডেল এর  এ. কে. এম দিদারুল ইসলাম (দিদার)। ডেল প্রোডাক্ট ও ব্যবসা সর্ম্পকে আরও বিস্তারিত বক্তব্য দেয় মোহাম্মদ বি. কাইয়ুম(রোমেল), বিজনেস ডেভোলোপমেন্ট ম্যানেজার, ডেল বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড এর কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রামের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের আইটি কর্মকর্তাবৃন্দ।  অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার,কর্পোরেট সেলস,মোঃমাহমুদুর রহমানন বিন।

Share This:

*

*