শুরু হয়েছে ডেল এর ঈদ উৎসব অফার। এই অফারের আওতায় স্মার্ট টেকনোলজিস পরিবেশিত নির্দিষ্ট সিরিজের ল্যাপটপ কিনলেই কাস্টমারগন স্ক্র্যাচকার্ড ঘষে পাবেন এয়ার কন্ডিশন, এলইডি টিভি, ঢাকা-নেপাল-ঢাকা এয়ার টিকেট, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, ব্লেন্ডার, আয়রন, শপিং ভাউচার এবং প্রাইজ বন্ড সহ নিশ্চিত উপহার। এই অফার স্টক থাকা পর্যন্ত চলবে। সারাদেশের যেকোন আইটি মার্কেট কিংবা ল্যাপটপ শোরুম থেকে এই অফার উপভোগ করা যাবে।