শীর্ষস্থানীয় চাকরীর ওয়েবসাইট bdjobs.com ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন RAOWA যৌথভাবে একটি ক্যারিয়ার ফেষ্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৩ ও ১৪ নভেম্বর রাজধানীর মহাখালী ডিওএইচএস সংলগ্ন ‘রাওয়া কনভেনশন হলে’ এ ক্যারিয়ার ফেষ্টিভ্যালটি অনুষ্ঠিত হবে। Bdjobs.com প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য তাদের নিজ নিজ ক্যাম্পাসে ক্যারিয়ার ফেষ্টিভ্যাল আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় বিশেষ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য bdjobs.com এ ফেষ্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে। পাশাপাশি সাধারণ চাকরী প্রত্যাশীরাও এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।
৫০ টির অধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ১৫০টির মত চাকরীর অফার নিয়ে এ ক্যারিয়ার ফেষ্টিভ্যালে অংশগ্রহণ করবে। দুই দিন ব্যাপি এ ফেষ্টিভ্যালের প্রথম দিনে (১৩ নভেম্বর) চাকরী প্রত্যাশীরা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ষ্টলে তাদের জীবন-বৃত্তান্ত জমা দিতে পারবে এবং দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলো নির্বাচিত প্রার্থীদেরকে ইন্টারভিউ করবে। চাকরী মেলার পাশাপাশি নিয়োগ ও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ের উপর দিনব্যাপী বিভিন্ন কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
ক্যারিয়ার ফেস্টিভালের উদ্বোধন করবেন এফবিসিসিআই সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমাদ।