সামার ল্যাপটপ ফেয়ার-২০১৬ ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তাজতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আসছে শুক্রবার থেকে। মেলার বিস্তারিত জানাতে আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী। তিনি জানান এবারের মেলা এক্সপো মেকারের ১৭ তম ল্যাপটপ মেলা। মেলায় থাকছে ১ টি মেগা প্যাভিলিয়ন, ৭ টি মিনি প্যাভিলিয়ন ও ৪৭ টি স্টলে দেশে বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পন্যে নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রর্দশন ও বিক্রি করবে। তিনি আরো জানান এবারের মেলায় আসুস, এসার, ডেল, এইচপি, লাভা, লেনোভো, তোশিবা, টুইমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, মাইক্রোল্যাব, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, ইন্টেল সিকিউরিটি, রাপু, এডাটা, পান্ডার মতো ব্র্যান্ডের পন্যে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়্যারমান আব্দুল ফাত্তাহ, এসারের কান্ট্রি রিপ্রেজেনটিটিভ সাকিব হাসান, ডেলের মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা ও এইচপি প্রতিনিধি আদিল মাহমুদ। মেলায় পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পন্যে ও ল্যাপটপের আনুসাঙ্গিক গ্যাজেটও। বিশেষ ছাড় ও উপহারের পাশাপাশি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে বলে জানান স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এবারে মেলায় টিকিট বিক্রির অর্থ দেওয়া হবে ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত জান্নাতুল ফেরদাউস সোমাকে। মেলার কো-স্পন্সর এসার, আসুস, ডেল ও এইচপি। স্মার্টফোন পার্টনার লাভা। টিকিট বুধ পার্টনার পান্ডা সিকিউরিটি। তিন দিন ব্যাপী এ মেলা (১৩ মে- ১৫ মে) সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়। প্রবেশমুল্য নির্ধারন করা হয়েছে ৩০ টাকা। কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এছাড়াও, প্রতিবন্ধীরাও বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। এছাড়াও টেকশহর ডট কমের অ্যাপ ডাউনলোড করেও মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে। পাশাপাশি মেলার অফিশিয়াল ফেইসবুকে চলবে কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে।