সম্প্রতি, এক চুক্তিতে আবদ্ধ হলো বাংলা্দেশের লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম, বাগডুম ডটকম ও কোড ক্লাব যুক্তরাজ্য। চুক্তির আওতায় পড়বে কোমলমতিদের কোডিং শেখানো এবং কম্পিউটার সাইন্স ও ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ জাগানো। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বাগডুম ডটকম, দেশের প্রতিটি শিশুর জন্য কোডিং শিখার সুযোগ করে দেওয়ার এই উদ্বেগকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সব ধরনের প্রচারমূলক বিষয়ে সমর্থন প্রদান করবে কোড ক্লাব যুক্তরাজ্যকে।
কোড ক্লাব, স্বেচ্ছাসেবী এবং শিক্ষাবিদদের একটি দেশব্যাপী নেটওয়ার্ক, যারা ৫ থেকে ১৬ বছর বয়সের বাচ্চাদের জন্য বিনামূল্য কোডিং শিক্ষাসহ, তাদের বুদ্ধি বিকাশ ঘটাতে ও প্রকাশ করাতে সাহায্য করছে। দেশজুড়ে চালিত তাদের এই প্রকল্পের উপকরণ ও স্বেচ্ছাসেবক ফ্রেমওয়ার্ক, বাংলাদেশের এই নতুন প্রজন্মকে অনেক ছোট বয়স থেকেই কম্পিউটার সাইন্স এর জগৎে প্রবেশ করার সুযোগ করে দিয়ে, তাদের জীবনে নিশ্চিতভাবে পরিবর্তন নিয়ে আসবে।
“আমি আনন্দিত যে আমরা বাগডুম ডটকম, যারা ইতিমধ্যে তরুণদের সঙ্গে কিছু চমৎকার কাজ করছেন, তাদের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে সম্মত হয়েছি৷ একসাথে আমরা সব ব্যাকগ্রাউন্ড থেকে তরুণদের কোড শিখতে সুযোগ দিয়ে এবং পরবর্তী প্রজন্মের ডিজিটাল উদ্যোক্তাদের গড়ে তুলতে সাহায্য প্রদান করার চেষ্টা করবো”, বললেন কোড ক্লাব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, জনাব শাজাহান মিয়া।
“কোড ক্লাব যুক্তরাজ্য এর সাথে বাগডুম এর যোগদানের মাধ্যমে, এই উজ্জ্বলভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার যে আমাদের এই পারস্পরিক প্রচেষ্টা, তা আরও প্রসারিত হবে”, বলেন বাগডুম ডটকম এর সিইও, সৈয়দা কামরুন আহমেদ। কোড ক্লাব যুক্তরাজ্য, ৮০ টিরও বেশি দেশজুড়ে ৬০০০ এরও উপর ক্লাব পৌঁছে দিয়েছে এবং এখন বাংলাদেশের এই উঠতি প্রজন্মকে তাদের এই প্রচেষ্টায় যোগদান করিয়ে উন্নতির পথে বৃদ্ধি লাভ করতে সাহায্য করতে এসেছে। বাগডুম ডটকম, ২০১০ ইং এ শুরু হওয়া বাংলাদেশের প্রথম ই-কমার্স প্লাটফর্ম, এখনই ডটকম এর নতুন রূপে রি-ব্র্যান্ড হওয়া পরিচিতি। অনলাইন কেনাকাটার এই সাইটটি বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক সব ব্র্যান্ডগুলোকে একটি ছাঁদের নিচে নিয়ে এসে ক্রেতাদের সামনে প্রদান করছে সারা বছর নানা রকম অফার।
কোড ক্লাব বাংলাদেশ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং যোগদান করেছে কোড ক্লাব যুক্তরাজ্য এবং একটি রেজিস্টার্ড যুক্তরাজ্যের দাতব্য সংস্থা, রাস্পবেরী পাই ফাউন্ডেশন এর সাথে। কোড ক্লাব এই ফাউন্ডেশন এর একটি প্রধান শিক্ষাগত প্রোগ্রাম, যেটি শিশু ও কিশোর-কিশোরীদের কোডিং দিয়ে বুদ্ধি বিকাশ করতে শেখায়।