শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হল আইওটি বুটক্যাম্প

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এমসিসি লিমিটেডের  আয়োজনে অনুষ্ঠিত হলো আইওটি বুটক্যাম্প। গতকালের এই বুটক্যাম্পে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এমসিসি লিঃ এর ল্যাবে এই বুটক্যাম্পে অনুষ্ঠিত হয়।

আইওটি বা ইন্টারনেট অব থিংস বর্তমান বিশ্বের আলোচিত সর্বাধিক বিষয়গুলোর একটি। কারণ মানুষ তার জীবন যাপন, উৎপাদন ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়েগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি’র ব্যবহার শুরু করেছে। স্মার্ট ফোন ও ইন্টারনেটের সাথে কানেক্ট করে পরিচালনা করা যায় এবং এই ব্যবহার থেকে লক্ষ লক্ষ ডেটা সংগ্রহ ও শেয়ার করা যায় এমন যে কোন ফিজিক্যাল ডিভাইসের চাহিদা ও ব্যবহার প্রতিনিয়তই বাড়তে থাকবে। ইন্ড্রাস্ট্রিতে এই ধরনের বুদ্ধিমান মেশিন ব্যবহার শুরু করার মাধ্যমে পৃথিবী দাঁড়িয়ে আছে ৪র্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে।

আইওটি’র ধারণা আমাদের দেশে প্রায় নতুন হওয়ায়, এ সম্পর্কে আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহলের পাশাপাশি নানা ধরনের প্রশ্ন রয়েছে। রয়েছে আইওটি বিষয়ক ভবিষ্যৎ প্রস্তুতি গ্রহণ সম্পর্কে যথাযথ ধারণার অভাব। এই অভাব পূরণ করতে প্রযুক্তি প্রতিষ্ঠান এমসিসি লি. এদেশের শিক্ষার্থীদের জন্য একটি বুটক্যাম্পের উদ্যোগ গ্রহণ করে। এই বুটক্যাম্পে এমসিসি লি. এর আইওটি নিয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা, আওটি নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রকৌশলগত দিকগুলোকে তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রস্ততি নিয়ে আলোকপাত করা হয়। আইওটির ইতিহাস, সফল ঘটনা, বাস্তব জীবনে আওটি’র প্রয়োগ, আইওটি নিয়ে কাজ করার প্রয়োজনীয় কমপোনেন্ট, হার্ডওয়ার সেটআপ ও ইনভাইরনমেন্ট তৈরির বিষয়েও শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি ৭ ঘন্টা ব্যাপী এই বুটক্যাম্পে তাঁরা প্রোটোটাইপও নির্মাণ করেন।

Share This:

*

*