শাওমির ফোন বিস্ফোরণ !!

গতকাল রাতে দৈনিক মানবকন্ঠের সিনিয়র রির্পোটার জাহাঙ্গাীর কিরণ  বসুন্ধরা মার্কেট থেকে শাওমির রেডমি গো ১/১৬  স্মার্ট ফোনটি কিনে আনেন( শাওমির শো রুম থেকে)। সেই মোবাইলটিই  বিস্ফোরিত হয়  আজ সকাল ৯:৩০ এর দিকে। অল্পের জন্য রক্ষা পান তিনি । তবে হাতে কিছুটা আঘাত লাগে।

জাহাঙ্গীর কিরণের সাথে কথা বলে জানা যায়, রাত ৩ টার দিকে তিনি সেটটি চার্জে দেন এবং সকাল ৬ টায় চার্জ থেকে সেটটি খুলে রাখেন। আবার সকাল ৯:৩০টার দিকে সেটটি হাতে নেন সিম ঢুকানোর জন্য। কিন্তুু হাতে নিতেই তিনি দেখতে পান সেটটির পিছন থেকে ধোঁয়া বের হতে থাকে। এবং পরক্ষনেই সেটটিতে আগুনে লেগে যায় এবং পুরো ঘর অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। পরিবারের সবাই তখন  আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

এ নিয়ে তিনি নিজের ফেসবুকে অ্যাকাউন্টেও স্ট্যাটাস দিয়েছেন।

Share This:

*

*