রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে আগামী ১১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প। একসাথে সশরীরে ৬ হাজার চাকরি প্রত্যাশির অংশগ্রহন সহ দেশের যে কোন প্রান্ত থেকে ফেসবুক ফ্যান পেজেও ((facebook.com/kaziitbd) ) চাকুরি প্রত্যাশিরা সরাসরি অংশ নিতে পারবেন কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্পে। এই আয়োজনের আয়োজক দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান কাজী আইটি সেন্টার। আয়োজনে সহযোগিতায় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের লিভারেজিং আইসিটি ফর প্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গর্ভন্যান্স (এলআইসিটি) প্রকল্প। এসব তথ্যই জানান দেওয়া হয় কাওরান বাজারের সফট্ওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠেয় আজকের সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী আইটির প্রতিষ্ঠাতা ও সিইও মাইক কাজী,এলআইসিটি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ও যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ ,কাজী আইটি’র চীফ অপারেটিং অফিসার জন রিডেল, এলআইসিটি পকেল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার রায়, ফিউচার লিডারের লিড কনসালটেন্ট ও সিইও কাজী এম আহমেদ, মোটিভেশনাল স্পিকার জি. সামদানি ডন।
মাইক কাজী বলেন, আমরা ঠিক কতো জনবল নিবো তার কোন সঠিক গণনা নেই। মোট তিনটি শাখার জন্য এনালিস্ট বিজনেস ডেভেলপমেন্ট, টিম লিডার, এ্যাসিটেন্ট ম্যানেজার, ম্যানেজার সহ বিভিন্ন পদে জনবল নেয়া হবে। অংশগ্রহনকারিদের মধ্যে যাদেরকে যোগ্য মনে হবে তারা সবাই নিয়োগ পাবে। কাজী আইটির ঢাকার নিকুঞ্জের প্রধান অফিস, ধানমন্ডির শাখা অফিস ও রাজশাহী অফিসের জন্য ডে এবং নাইট শিফটে এদেরকে নিয়োগ দেয়া হবে। মাইক আরো বলেন, কাজী আইটিতে কাজ করতে প্রথমত থাকতে হবে ইংরেজীতে ভালো দক্ষতা। এর বাইরে ভালো প্রেজেন্টেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল দরকার হয়। আমরা আশা করছি এই আয়োজন থেকে আমাদের কাঙ্খিত জনবল পাবো। কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প আয়োজনে যারা অংশগ্রহন করতে ইচ্ছুক তারা https://goo.gl/haex9P এই লিংকে গিয়ে এখনই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিষ্ট্রেশন করা যাবে ৮ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক বাছাইয়ের পর কাজী আইটির এইচ আর টিম ইনভাইটেশন লেটার পাঠাবে।
এলআইসিটি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ও যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ২০ লক্ষ্য তথ্যপ্রযুক্তি পেশাজীবি তৈরির যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আমরা আশা করি এই ক্যারিয়ার বুট ক্যাম্প সেই লক্ষ্য পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলআইসিটি প্রকল্পের মাধ্যমে আমরা সারাদেশে শিক্ষার্থীদের প্রশিক্ষন প্রদান করছি। প্রশিক্ষন প্রাপ্তরা এই ধরনের ক্যারিয়ার বুট ক্যাম্পের মাধ্যমে উপকৃত হবে বলে আমরা মনে করছি।