বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ল্যাপটপ মেলা ২০১৭। মেলা উপলক্ষে সব স্টলেই আছে আকর্ষণীয় সব অফার, উপহার এবং বিশেষ ছাড় এর ব্যবস্থা।গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যানারে মেলায় অংশ নিয়েছে আসুস ল্যাপটপ, আরওজি , রাপু, গ্লোডেন ফিল্ড এবং হান্টকি। আসুস আরওজি স্টলের বিশেষ আকর্ষণ বিশ্বের সবচেয়ে স্লিম গেমিং ল্যাপটপ। এছাড়াও আরওজি গেমিং ল্যাপটপ কিনলেই থাকছে একটি সুদৃশ্য জ্যাকেট একদম ফ্রি। শুধু তাই নয় প্রতিদিনই আছে দুটি করে র্যাফেল ড্র এর আয়োজন।মেলায় আগত ক্রেতাদের জন্য আসুস ল্যাপটপে আছে বিশেষ মূল্য ছাড় এবং প্রতিটি নোটবুকের সাথেই থাকছে আকর্ষণীয় উপহার। চাইনিজ আইটি এক্সেসরিজ ব্র্যান্ড রাপু দিচ্ছে ১০ থেকে ২০% পর্যন্ত মূল্য ছাড় এবং প্রতিটি পণ্যের সাথে থাকছে বিনামূল্যে একটি টিশার্ট । মেলা উপলক্ষে হান্টকি আয়োজন করেছে একটি বিশেষ কুইজ প্রতিযোগীতার। এবং গ্লোডেন ফিল্ড দিচ্ছে পণ্য ভেদে ১০ থেকে ১৫% পর্যন্ত মূল্য ছাড়।