শোক থেকে শক্তি, প্রযুক্তিতে মুক্তি” এই স্লোগানে শুরু হওয়া এবারের ১৯তম ল্যাপটপ প্রদর্শনী আয়োজনে অংশ গ্রহন করছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। গ্লোবাল ব্র্যান্ডের ব্যানারে এবার মেলার মুল আকর্ষণ গ্লোবালের সোল পার্টনার তাইওয়ানের প্রযুক্তি ব্র্যান্ড আসুস ল্যাপটপ ওআরওজি।এছাড়াও মেলায় চায়নার বিখ্যাত ব্র্যান্ড রাপু ও হান্টকিও করছে তাদের পণ্যর প্রদর্শনী। পাশাপাশি কম্পিউটার এক্সেসরিজ উৎপাদনকারী ব্র্যান্ড গোল্ডেন ফিল্ড এই মেলায় অংশ নিচ্ছে।