ল্যাপটপ মেলায় অ‌্যান্টিভাইরাসে ছাড়!

রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তীক সম্মেলণ কেন্দ্রে চলছে ল্যাপটপ মেলা। ল্যাপটপের পাশাপাশি এবারের মেলাতে অ‌্যান্টিভাইরাসে ছাড় ও উপহার রয়েছে। মেলায় ইসেট অ‌্যান্টিভাইরাসের সাথে স্পীকার ফ্রি দিচ্ছে। মেলায় অ‌্যান্টিভাইরাসের দাম পাওয়া যাচ্ছে ১ হাজার ৯৯ টাকায় সিঙ্গেল ইউজার। ট্রিপল ইউজার ১৮০০ টাকা। সাথে আছে ৩ মাসের অতিরিক্ত নিরাপত্তা। এছাড়াও এঅ্যাভিরা অ্যান্টিভাইরাসে ছাড় ও উপহার মিলছে ল্যাপটপ মেলায়। ‘ডাবল অফার’ নামে এই বিশেষ অফারের ছাড়াআওতায় অর্ধেক মূল্যে পাওয়া যাবে অ্যাভিরা অ্যান্টিভাইরাস।মেলায় প্রতিষ্ঠানটির ১ হাজার টাকা মূল্যের অ্যান্টিভাইরাস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এই অ্যান্টিভাইরাস মোবাইল ও কম্পিউটারে ব‍্যবহার করা যাবে। এছাড়া অ্যাভিরা অ্যান্টিভাইরাস কিনলেই নিশ্চিত উপহার হিসেবে পাওয়া যাবে একটি লেদার মানিব‍্যাগ।

Share This:

*

*