লেনোভো স্মার্টফোনের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ

লেনোভো স্মার্টফোনের বাংলাদেশ পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। এ উপলক্ষে গতকাল বাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিসকে লেনোভো মোবাইল এর একমাত্র পরিবেশক হিসেবে ঘোষনা দেয়ার পাশাপাশি ৪টি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন লেনোভোর ডিস্ট্রিবিউশন এন্ড সেলস অপারেশনস এর প্রধান রোহিত খাট্টার ও ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার সুনীল ভার্মা এবং স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ও টেলিকম বিভাগের জেনারেল ম্যানেজার ইখতিয়ার আহমেদ। জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ সবসময়ই বিশ্বের শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় ব্রান্ডগুলো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। আজ লেনোভোর মত একটি বিশ্বখ্যাত ব্রান্ড বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে আমরা  অত্যন্ত আনন্দিত। তিনি আরও জানান, দেশব্যাপী ২১ জন আঞ্চলিক পরিবেশক এবং ১০টি সার্ভিস সেন্টার এর মাধ্যমে প্রাথমিকভাবে লেনোভো মোবাইল এর সেবা পাবেন ব্যাবহারকারীগন। মূল প্রবন্ধ উপস্থাপনকারী রোহিত খাট্টার বলেন, লেনোভো সবসময়ই গুনগত মানে বিশ্বাসী। গুনগত মান নিশ্চিত করে ব্যবহারকারীদের হাতে সাশ্রয়ী মূল্যে সেরা পন্যটি তুলে দিতে সবসময়ই বদ্ধপরিকর লেনোভো। বাংলাদেশের বাজারে আমরা যে পন্যগুলো উন্মুক্ত করছি সেগুলোই তার প্রমান।  যে চারটি মডেল দেশীয় বাজারে উন্মুক্ত করা হয়েছে  তার মধ্যে প্রথম মডেলটি হলো লেনোভো এ ৬০১০। মিউজিক এবং মাল্টিমিডিয়া প্রেমী ইউজারদের চাহিদার কথা বিবেচনা করে প্রস্তুতকৃত এই স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ওয়াইড ভিউ আইপিএস ডিসপ্লে, ফোর জি এলটিই সাপোর্ট, ডুয়াল স্পীকার ডলবি সাউন্ড, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এন্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম। ফোনটির বাজার মুল্য ১৩৪৯৯ টাকা। দ্বিতীয়টি হলো লেনোভো ভাইপ পি১ এম। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের এই ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লের, এন্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম, কোয়ার্ড কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল মেমোরি। ফোনটির মূল্য ১১,৯৯৯ টাকা। তৃতীয়টি হলো লেনোভো এ ১০০০। এন্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম ও এন্ট্রি লেভেল এর এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ৩জি কানেক্টিভিটি, ১.৩ গিগাহার্জ কোয়ার্ড কোর প্রসেসর, ডুয়াল সিম এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির বাজারমুল্য ৬০৯৯ টাকা। চতুর্থ মডেলটি হলো লেনোভো এ ১০০০। এন্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম সম্পন্ন এন্ট্রি লেভেল এর এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ৩জি কানেক্টিভিটি, ১.৩ গিগাহার্জ কোয়ার্ড কোর প্রসেসর, ডুয়াল সিম এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। বাজার মুল্যে  ৬০৯৯ টাকা। এছাড়াও সংবাদ সম্মেলনে লেনোভোর বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরা হয়। লেনোভোর স্মার্টফোনগুলো বর্তমানে গ্যাজেট অ্যান্ড গিয়ার সহ সারা দেশের বিভিন্ন স্মার্টফোন আউটলেটে পাওয়া যাচ্ছে।

Share This:

*

*