‘লেনোভো স্মার্টফোন কিনুন, থাইল্যান্ড ঘুরুন’ অফারের বিজয়ীদের হাতে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট হস্তান্তর করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। ৭ আগস্ট রাজধানীর নিকেতনে অবস্থিত স্মার্ট টেকনোলজিস এর গুলশান শাখায় এক সংবাদ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর টেলিকম ব্যবসায় এর পরিচালক জনাব সাকিব আরাফাত সহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে লেনোভো ব্রান্ডের ফ্যাব টু (Phab 2), ভাইব কে৫ (Vibe K5), কে৫ নোট (K5 Note), এ৬০০০ শট (A6000 Shot) এই চারটি মডেলের উপর স্ক্র্যাচ কার্ড অফার ঘোষনা করেছিল স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। অফারের আওতায় ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট এর পাশাপাশি ১৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় অফার করা হয়েছিল। তবে, উক্ত অফারটিতে ক্রেতাদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে তা কুরবানী ঈদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলেও জানান তিনি।
সাকিব আরও জানান, এখন পর্যন্ত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুসা কালিমুল্লাহ ও বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা এর সহকারী শিক্ষক প্রজ্ঞা সুস্মিতা নিতু নামে দুইজন ভাগ্যবান ক্রেতা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট জিতে নিয়েছেন। তবে, আসন্ন কুরবানীর ঈদ পর্যন্ত আরও ৩ জন ভাগ্যবান ক্রেতাকে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট দেয়া হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্মার্ট চেয়ারম্যার জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, আমরা মাত্র এক বছর ধরে লেনোভো স্মার্টফোন এর পরিবেশক হিসেবে বাংলাদেশের বাজারে কাজ করছি। আমরা ভবিষ্যতে লেনোভো মোবাইল এর ব্যবসায়কে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রসারিত করতে চাই। আগামী মাস থেকে বাংলাদেশের বাজারে লেনোভোর পাশাপাশি মোটোরোলা ব্রান্ডের একক পরিবেশক হিসেবেও স্মার্ট টেকনোলজিস কাজ করবে বলে ঘোষনা দেন তিনি।