গ্রাহকদের চাহিদা মতো প্রযুক্তির সর্বশেষ আপডেটেড পণ্য বাজারজাত করে গ্লোবাল ব্র্যান্ড। সেই সাথে গ্রাহকদের সাধ এবং সাদ্ধের সঠিক সমন্বয় করতেও কাজ করে । তাই গ্লোবাল ব্র্যান্ড গ্রাহকের চাহিদা এবং বাজেটের কথা মাথায রেখে বাজারে এনেছে লেনোভো আইডিয়াপ্যাড ৩২০।
সপ্তাহের সেরা পণ্য হিসেবে নির্বাচিত আইডিয়াপ্যাড ৩২০ ল্যাপটপটি সাদ্ধের মধ্যে সাধের পণ্য। সব চাইতে স্বল্পমূল্যের ল্যাপটপটিতে রয়েছে এ্যাডভান্সড গ্রাফিক্স, ডিইউরেবিলিটি ও এ্যাক্সটেন্সিভ স্টোরেজ।
অষ্টম প্রজন্মের আই৭ ৮৫৫০ইউ ল্যাপটপটি ৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট এইচডিডি সমৃদ্ধ। এছাড়াও এতে রয়েছে ২ জিবি এএমডি ৫৩০ গ্রাফিক্স এবং ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। প্লাটিনাম গ্রে রং এর সুদৃশ্য আইডিয়াপ্যাডটির মূল্য মাত্র ৫৯,৯৯৯ টাকা। ল্যাপটপ কিনতে বা যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় অথবা ফোন করুন ০১৯৬৯৬৩৩১৫৩ নম্বরে।