লেনোভো ব্রান্ডের তিনটি নতুন মডেলের ট্যাবলেট বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। এ উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার স্থানীয় এক হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন লেনোভো ট্যাবলেট সাউথ এশিয়া বিজনেস হেড সামির ভার্সনী ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর লেনোভো বিজনেস হেড এ এস এম শওকত মিল্লাত। সংবাদ সম্মেলনে ট্যাবলেট তিনটির (ট্যাব এম১০, ট্যাব৪ ৮ প্লাস এবং ট্যাব ভি৭) বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সামির ভার্সনী বলেন, বর্তমানে বিশ্বব্যাপী লেনোভো পিসি এবং ট্যাবলেট এর মার্কেটে ১ নাম্বার পজিশনে রয়েছে। সম্প্রতি ভারত, বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও লেনোভোর মার্কেট শেয়ার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশের বাজারে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যালস, শিক্ষা প্রতিষ্ঠান এবং টেলিকম সেক্টরসহ বিভিন্ন খাতে লেনোভো ট্যবলেটের ব্যবহার চোখে পড়ার মত।
লেনোভো’র নতুন ট্যাবলেট গুলোতে আইরিশ ক্যামেরা যুক্ত করা হয়েছে। ফলে, ব্যাবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট্রের বদলে রেটিনা স্ক্যানিং এর কাজ করতে পারবেন ।
এ এস এম শওকত মিল্লাত তাঁর বক্তব্যে বলেন, আমরা স্মার্ট টেকনোলজিস, সব সময়ই বাংলাদেশের বাজারে বিশ্বমানের প্রযুক্তি পন্য সরবরাহ করে আসছে। তারই ধারবাহিকতায় আরও তিনটি ট্যবলেট যোগ হয়েছে। আমরা বাংলাদেশের বাজারে সঠিক সেবা প্রদানের মাধ্যমে লেনোভো ট্যাবলেটকে দেশের সর্বস্তরে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।
ট্যাবলেটগুলো ২ সপ্তাহের মধ্যে বাজারে পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।