কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং ফিফোটেক এর নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন লেঃ কর্ণেল (অব.) মাকসুদুল হক। গত ১ অক্টোবর থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। লেঃ কর্ণেল (অব.) মোঃ মাকসুদুল হক ১৯৬৭ সালে ১ অক্টোবর নরসিংদী জেলায় জন্মগ্রহন করেন। তিনি আশুগঞ্জ সার কারখানা স্কুল, বি.বাড়িয়া থেকে এসএসসি এবং নটরডেম কলেজ, ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করেন। ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ মিলিটারী একাডেমীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। তিনি দীর্ঘ ৩১ বৎসর চাকুরীকালে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন ইউনিট/ফরমেশনে দক্ষতা ও সুনামের সহিত চাকুরী সম্পন্ন করেন। তিনি মেশিন রিডেবল পার্সপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে ৩ বছর কর্মরত ছিলেন।
ফিফোটেক-এ যোগদানের পর লেঃ কর্ণেল (অব.) মাকসুদুল হক জানান, দক্ষ জনশক্তির অভাব দূরীকরনের লক্ষ্যে দেশকে এগিয়ে নেয়ার পদযাত্রায় তিনি ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।