সুইজারল্যান্ড ভিত্তিক প্রযুক্তি পন্য লজিটেকের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস। এ উপলক্ষে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় লজিটেক গ্র্যান্ড লঞ্চিং উইথ স্মার্ট টেকনোলজিস অনুষ্ঠান। জনপ্রিয় টিভি সিরিয়াল সুলতান সুলায়মান এর আদলে সাজানো বর্নিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লজিটেক এর আসিয়ান ও ভারত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মনিন্দর জেইন, বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষ, ক্লাস্টার ক্যাটেগরি হেড অশোক ঝাংগড়া এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিক্রয় বিপনন বিভাগের মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, কর্পোরেট বিভাগের মহাব্যবস্থাপক হাসান ফাহিম ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে লজিটেক এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি, স্মার্ট টেকনোলজিস এর সাথে আমাদের ব্যবসায় অদূর ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিস সব সময়ই কাস্টমারদের হাতে গুনগত পন্য পৌঁছে দিতে চায়। এরই ধারাবাহিকতায় স্মার্ট টেকনোলজিস এর পন্যের ঝুড়িতে আজ থেকে সুইজারল্যান্ড এর বিশ্বখ্যাত ব্র্যান্ড লজিটেক যুক্ত হল। আমরা আশা করছি, বাংলাদেশে গুনগত মান প্রত্যাশী ক্রেতাদের হাতে বিশ্বসেরা এক্সেসরীজ পণ্যের চাহিদা পূরনে সক্ষম হবে লজিটেক ও স্মার্ট টেকনোলজিস। উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে লজিটেক ব্র্যান্ডের সকল প্রকারের কম্পিউটার সরঞ্জাম সরবরাহ করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।