রাপুর ৫-গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস মাউস

বিশ্বখ্যাত রাপু প্রযুক্তিপণ্যের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এল ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ট্রান্সমিশন সম্পন্ন ওয়্যারলেস অপটিক্যাল মাউস । মাউস গুলোতে রয়েছে ১০০০ ডিপিআই রেজ্যুলেশন সম্পন্ন  হাই ট্র্যাকিং ইঞ্জিন। এছাড়াও মাউস গুলো ‘লো-পাওয়ার কঞ্জাম্পশন টেকনোলজি’ দ্বারা তৈরি এবং ১০ মিটার দুরত্ব থেকে কাজ করতে সক্ষম । মাউস গুলোর দুটি মডেল বাজারে নিয়ে এসেছে রাপু, মডেল গুলো যথাক্রমে ১০৯০পি এবং ৩১০০পি। ৩১০০পি মডেলের ওয়্যারলেস মাউসটির রয়েছে ১৮ মাস ব্যাটারি লাইফ। ২ বছর ওয়ারেন্টি সহ এই মাউসটির মূল্য ১৩৫০ টাকা । ১০৯০পি মডেলের ওয়্যারলেস মাউসটির রয়েছে ৯ মাস ব্যাটারি লাইফ ।২ বছর ওয়ারেন্টি সহ এই মাউসটির মূল্য ১১০০ টাকা। এছাড়াও ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ার,২০১৬  মেলা উপলক্ষে রাপুর পণ্যে ক্রয়ে পাওয়া যাচ্ছে স্ক্র্যাচ ইউর লাক  শীর্ষক  বিশেষ অফার। এই অফারের আওতায় রাপুর যেকোন পণ্য ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন স্পিকার, উইন্টার জ্যাকেট এবং টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার।

Share This:

*

*