রাতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা

সাবমেরিন কেবলের (সি-মি-উই-৪) মেরামত কাজ চলায় ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।  আজ মঙ্গলবার রাত ৮ থেকে ১২ পর্যন্ত এই সেবা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমিনুল হাকিম বলেন, ‘মেরামত কাজ চলার সময় সাবমেরিন কেবলের মাধ্যমে সরবরাহকৃত ব্যান্ডউইথ বন্ধ থাকবে। ফলে সাবমেরিন কেবল নির্ভর ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। তবে বিকল্প ব্যবস্থায় দেশে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।

দেশের ৬টি আইটিসি কেবল (ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল) মাধ্যমে ভারত থেকে ব্যান্ডউইথ এনে এ সেবা স্বাভাবিক রাখা হয়। প্রায় ১৫০ গিগা ব্যান্ডউইথ আমদানি করা হয়।

Share This:

*

*