রবি পালন করল আন্তর্জাতিক শুল্ক দিবস

জাতীয় উন্নয়নের দীর্ঘস্থায়ী সহযোগী হিসাবে ঢাকা ও চট্টগ্রামে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সম্প্রতি আন্তর্জাতিক শুল্ক দিবস ২০১৬ পালন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

আরো সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে চলমান দৃঢ় সম্পর্ককে ধরে রাখার প্রত্যয় জানিয়েছে উভয় প্রতিষ্ঠান।

ডিজটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল কাস্টমস, প্রগ্রেসিভ এনগেজমেন্ট’ শ্লোগানটি রবির সাথে সামঞ্জস্যপূর্ণ।

ঢাকা কাস্টমস হাউজে যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন, আশরাফুল ইসলাম ও ড. মো. তাজুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসসিএমর জিএম ফাহাদ মাহমুদ, ম্যানেজার শফিকুল ইসলাম ও স্পেশালিস্ট আরিফুর রহমান।

অন্যদিকে চট্টগ্রামে কাস্টমস হাউজের কমিশনার অব কাস্টমস হোসেন আহমেদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রবির এসসিএমর ম্যানেজার জিয়াউল করিম চৌধুরী ও স্পেশালিস্ট আশরাফুজ্জামান সরকার।

দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যলি, সেমিনার, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টারিং, হ্যান্ডবিল বিতরণ ও গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এনবিআর।

Share This:

*

*