হুয়াওয়ে ওয়াই নাইন ফোরজি হ্যান্ডসেট নিয়ে এলো প্রিমিয়ার ই-কমার্স সাইট রবিশপ। হ্যান্ডসেটটির মূল্য ১৯ হাজার ৫৯০ টাকা, রয়েছে ১২ মাস পর্যন্ত শূণ্য শতাংশ ইএমআই সুবিধা। গ্রাহকরা হ্যান্ডসেটটি কিনলে একটি ফ্রি পাওয়ার ব্যাংক এবং হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারবেন।
হুয়াওয়ে ওয়াই নাইন ফোরজি হ্যান্ডসেটটি ব্ল্যাক, ব্লু ও গোল্ড তিনটি রংয়ে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটিতে ৫ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র্যাম, ডুয়েল ন্যানো সিম, অতিরিক্ত ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর সুবিধা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। বিস্তারিত জানতে গ্রাহকরা https://shop.robi.com.bd/huawei-y9-2018 সাইটটি ভিজিট করতে অথবা ০৯৬১০০০০৮৮৮ নাম্বারে কল করতে পারেন ।