ধন্যবাদ কর্মসূচীর আওতায় গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করতে প্রিমিয়াম কিডজ জোন ফ্যানটাসিয়ামের সাথে একটি চুক্তি সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
চুক্তির আওতায় রবি’র প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা জন্মদিনের উৎসবে বিশেষ প্যাকেজসহ সদস্য হওয়ার ক্ষেত্রে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি শুধু গুলশানের পিঙ্ক সিটিতে অবস্থিত ফান্টাসিয়ামে গ্রহণ করা যাবে।
রাজধানীতে রবি’র কর্পোরেট অফিসে সম্প্রতি রবি’র লয়েলটি অ্যান্ড উইন-ব্যাক’এর জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং ফ্যানটাসিয়াম’র সিইও ও চেয়ারম্যান মিসেস এ্যাঞ্জেলা মরো ফ্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এসময় ফ্যানটাসিয়ামের প্রজেক্ট ডিরেক্টর মো. মোসলাহুজ্জামান হিমেল ও রবি’র লয়েলটি অ্যান্ড উইন-ব্যাক’র ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন।
রবি গ্রাহকরা ‘সিএটি’ টাইপ করে ১২১৩ নম্বরে এসএমএস পাঠিয়ে ‘ধন্যবাদ কর্মসূচী’র আওতায় তাদের অবস্থান জানতে পারবেন।