রবির আইবাডি দিয়ে কিনুন ইন্টারনেট প্যাক

রবির গ্রাহকরা আইবাডি অ্যাপের মাধ্যমে ১০ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা বা ১০ ঘন্টা প্যাকেজের যে কোনটি বেছে নিতে পারবেন। এ জন্য গ্রাহককে তার  মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে নিবন্ধন করতে হবে। এরপর শুধু মিনিট অনুযায়ী ডাটা প্যাক কিনে অ্যাক্টিভ করলেই ডাটা সেবা গ্রহণ করা যাবে।  গ্রাহক মাঝে-মধ্যে বা নিয়মিত যেভাবেই ইন্টারনেট ব্যবহার করুন না কেন সবার জন্যই সুবিধাজনক এই আই বাডি অ্যাপটি। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

কী পরিমাণ ডাটা ব্যবহার হলো তা পরিমাপ করার জন্য এমবি ও জিবি’কে মাপকাঠি হিসেবে ব্যবহার করেন তথ্য-প্রযুক্তিবিদরা। এটি প্রযুক্তিগতভাবে পরিমাপের অন্যতম উপায় হলেও সাধারণ গ্রাহকের কাছে অনেক সময় তা বোধগম্য নয়। গ্রাহকরা প্রায়ই তার কী পরিমাণ ডাটা প্রয়োজন এবং বাজারেরর বিভিন্ন প্যাক থেকে কোনটি বেছে নেবেন তা নিয়ে সংকটে ভোগেন। এ সমস্যারই সমাধান করবে  রবি’র আইবাডি অ্যাপ্লিকেশন।

গ্রাহকরা যতবার খুশি এই প্যাকগুলো কিনতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবহারের সময়সীমা বাড়তে থাকবে। সময়ভিত্তিক এই ডাটা প্যাকে কী পরিমাণ মিনিট অবশিষ্ট আছে তা অ্যাপটিতে দেখানো হবে। ডাটা প্যাকের মেয়াদ শেষ হয়ে গেলে অ্যাপটি গ্রাহককে ইন্টারনেট সংযোগের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাবে। বিশেষ অফারগুলোর জন্য গ্রাহককে আইবাডি’র উপর নজর রাখতে এবং অ্যাপটি নিয়মিত আপডেট করতে হবে।

Share This:

*

*