যে দুটি স্মার্ট ফোন নজর কাড়বে সবার

ভালো ক্যামেরা, বেস্ট ব্যাটারি ব্যাক আপ, রিফ্রেশ রেট ও ফাস্ট চার্জার- এতগুলো ফিচার একসঙ্গে বাজেটের মধ্যে নিয়ে আসতে যাচ্ছে মটোরোলা বাংলাদেশ। এ মাসের শেষের দিকে মটোরোলা তাদের নতুন দুটি মডেল ‘মটো জি১০ পাওয়ার’ ও ‘মটো জি৩০’ বাজারে আনতে যাচ্ছে। দেখে নিতে পারেন আপনার জন্য বেস্ট ডিল কোনটি?
মটো জি১০ পাওয়ারঃ
এক কথায় ব্যাটারি মনস্টার৷ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে সাধারণ ব্যবহারকারী চোখ বন্ধ করে ৩ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। রয়েছে ৪৮ মেগা পিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। ২০ ওয়াটের ফাস্ট চার্জার বক্স থাকছে ফ্রি।
মটো জি৩০ঃ
৯০ হার্টজ’র রিফ্রেশ রেট, স্মুথ পারফরমেন্স। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় ছবি হবে আরও দুর্দান্ত! ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই প্রিমিয়াম ভ্যালু ফর মানি স্মার্ট ডিভাইস। ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জার তো থাকছেই!
চলতি মাসের শেষ দিকে ফোন দুটি দেশের বাজারে আসতে পারে। বাংলাদেশের বাজারে অফিশিয়াল লঞ্চের আগে ফোন দুটির বিস্তারিত কনফিগারেশনসহ ও দাম ঘোষণা করা হবে৷

Share This:

*

*