ভিভানকো ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্যের বাংলাদেশ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। গতকাল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশীয় বজারে জার্মান এই ব্র্যান্ডের যাত্রা শুরু উপলক্ষে এক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিভানকো এশিয়া হেড কোয়ার্টারের প্রেসিডেন্ট তান জিয়াও গান, ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর এন্ডি রু, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার এরিক পেং, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আবু সায়েম, রিজিওনাল ম্যানেজার প্রিয়াঙ্কা পল এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। গুনগত মান ঠিক রেখেই নেটওয়ার্কিং পন্যে প্রস্তুত করে থাকে ভিভানকো। আমরা আশা করছি, স্মার্ট টেকনোলজিস এর মাধ্যমে বাংলাদেশের বাজারে আইটি অবকাঠামো নির্মানে ভিভানকো গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হবে বলেন ভিভানকো প্রেসিডেন্ট তান জিয়াও গান। অনুষ্ঠানে ভিভানকোর মাধ্যমে ডেটা সেন্টার তৈরির একটি সচিত্র প্রতিবেদনও তুলে ধরা হয়। এখন থেকে স্মার্ট টেকনোলজিসের কাছে ভিভানকো ব্রান্ড এর সব ধরনের কপার ক্যাবল, ফাইবার ক্যাবল, র্যাক, প্যাচকর্ড, মডুূলার জ্যাক, কানেক্টর, প্যাচ প্যানেল সহ ইত্যাদি নেটওয়ার্কিং এক্সেসরীজ পাওযা যাবে বলে জানান জহিরুল ইসলাম।