নতুন সংগঠন ই-ক্যাব ইয়্যুথ ফোরামের যাত্রা শুরু হলো । ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) হতে সম্পূর্ণ আলাদা অথচ একটি অঙ্গ সংগঠন হিসেবে শুক্রবার রাজধানীর ফ্রেপড অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, ই-কমার্স খাতে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে আগামী ১০ বছরের মধ্যেই দেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত হবে ই-কমার্স। সেখানে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে আজকের তরুণরাই।
ই-ক্যাব ইয়্যুথ ফোরামের সভাপতি আসিফ আহনাফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি রাজিব আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল। অনুষ্ঠানে ই-ক্যাবের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ই-কমার্স সেক্টরের ভবিষত নেতৃত্ব তৈরি ও এ খাতে যুক্ত তরুণদের মানোন্নয়নে কাজ করবে ই-ক্যাব ইয়্যুথ ফোরাম। এজন্য খুব শিগগির ই-ক্যাব ইয়্যুথ ফোরামের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও কমিটি গঠন করা হবে।