পিতা দিয়ে গেল স্বাধীনতা,কন্যা দেখাল পথ – জ্ঞান বিজ্ঞান চর্চার মাঝেই দেশের ভবিষ্যৎ, এই শ্লোগানকে সামনে রেখে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’২০১৭ ফেস্টুন ও বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ ভাবে উপজেলা পর্যায়ের মেলা গতকাল ১৯ এপ্রিল থেকে যশোর জিলাস্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে।দুদিন ব্যাপী এ মেলার শুভ-উদ্ভোধন করেন যশোর সরকারী এম.এম.কলেজের সন্মানিত অধ্যক্ষ প্রফেসর মিজানূর রহমান। মেলার সার্বিক আয়োজনে সদস্য সচিব হিসাবে উপস্থিত ছিলেন যশোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জিল্লুর রশীদ।
উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উদ্বোধনী এই অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ২০০ বৎসরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ যশোর জিলাস্কুলের প্রধান শিক্ষক জনাব এ.কে.এম গোলাম আজম। বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ বিজ্ঞানী এবং এল.আই বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব ডা.এস.এম.আব্দুল্লাহ। ঐতিহ্যবাহী যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিএইচডি গবেষক, প্রভাষক ইসমাত আরা। যশোর আব্দুস সামাদ স্কুলের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান সহ গন্যমান্য আরও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মেলায় উদ্বোধনী বক্তব্যে প্রফেসর মিজানুর রহমান দেশের ছাত্র সমাজকে জঙ্গীবাদের প্রতি আকৃষ্ট না হয়ে জ্ঞান বিজ্ঞান চর্চায় আরও বেশী বেশী ঝুকবার আহবান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ উন্নয়নের কার্যক্রমকে ত্বরান্বিত করবার সুপরামর্শ দেন।
দুদিন ব্যাপী এই মেলায় জুনিয়র,সিনিয়র ও বিশেষ গ্রুপ মিলিয়ে প্রায় ২৫০টিরও বেশী প্রজেক্ট স্থান পেয়েছে।বিজ্ঞান অলিম্পিয়ার্ড, উপস্থিত বক্তৃতা ও প্রজেক্ট প্রদর্শনীতে উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বতঃস্ফুর্ত ভাবে প্রতিযোগীতায় অংশগ্রহনের মধ্যদিয়ে আজ ২০ এপ্রিল দুপুর ৩টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা চলবে।