মোস্তাফা জব্বারকে সংবর্ধনা দিল আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংবর্ধনা দিয়েছে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার কে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র সভাপতি জনাব আমিনুল হাকিম।

শুরুতেই মন্ত্রী কে স্বাগত জানিয়ে বক্তব্য দেন আইএপিএবি’র সাধারণ সম্পাদক এমাদাদুল হক। তিনি মাননীয় মন্ত্রী কে আইএসপিএবি পরিবারের আপনজন আখ্যা দিযে দেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে জনাব মোস্তাফা জব্বারের নেতৃস্থানীয় ও অনন্য অবদানের উপর আলোকপাত করেন। এমদাদুল হক আশা প্রকাশ করে বলেন- আপনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ডিজিটাল বাংলাদেশ সম্প্রসারনের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে”।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম। হাকিম মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন- “আপনার গৃহীত প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনায় এ খাতের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী এবং গ্রাহকদের সত্যিকার চাওয়ার প্রতিফলন ঘটেছে। আপনার কর্মপরিকল্পনারয় স্বল্প খরচে দেশব্যাপী  ইন্টারনেট ছড়িয়ে দেয়া; দেশীয় সফটওয়্যার বাজার কে বিদেশী প্রতিষ্ঠানের রাহুমুক্ত করা এবং ডিজিটাল মিডিয়ায় বাংলা কন্টেন্টের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ভুমিসহ সরকারি সমস্ত সেবার ডিজিটালাইজেশনের যে তিনটি অগ্রাধিকার আপনি নির্ধারণ করেছেন তা মূলত আমাদের সবার সামগ্রিক আকাঙক্ষারই যোগফল।

মোস্তফা জবআবর তাঁর বক্তব্যে আইএসপিএবি কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি জনাব আমিনুল হাকিম কর্তৃক উথ্বাপিত প্রস্তাবসমূহ গুরত্বের সাথে বিবেচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। আমার কাছে এই প্রস্তাব গুলি খুবেই গুরুত্ব পুর্ণ তিনি উথ্বাপিত প্রস্তাব সমূহ গুরুত্বেও সাতে বিবেচনা করবে। তিনি আরো বলেন আমি মনে করি ইন্টারনেট মানেই ব্রডব্যান্ড ইন্টারনেট, ইন্টারনেট ছাড়া ডিজিটাল বাংলাদেশ হবে না। ইন্টারনেট এখন মানুষের মৌলিক অধিকার, এই পঞ্চম মৌলিক অধিকারটি সংবিধানে নিবন্ধিত করার জন্য কাজ করার কথা বলেন । গ্রামে ও শহরের মধ্যে ইন্টারনেট ব্যবহারে খরচের কোন পার্থক্য থাকবে না। ইতিমধ্যে মাননীয় প্রধান মন্ত্রী নীতিমালা সংক্রান্ত সকল বিষয়ে ট্রেডবডি সহ একটি কমিটি করে সচিব মাহোদয়কে কাজ করার নির্দেশ দেন। বিদেশের প্রত্যেকটি সংস্থায় এখন থেকে বাংলাদেশে সরকারের প্রতিনিধি থাকবে বলে জানান, ডট বাংলা এবং ডটবিডির রেজিষ্ট্রেশন ফি সমানভাবে নির্ধারণ করার নির্দেষ দেন শব্দগত পার্থক্যে কোন ফির প্রার্থক্য হবে না। যে কোন জায়গা থেকে যেন মোবাইলে সবাই রেজিষ্ট্রেশন করতে পারার  কথা বলেন। সবাই যেন নিরাপদে ইন্টারনেট ও ঋধপব ইড়ড়শ  ব্যবহার করতে পারে। এ জন্য ইন্টারনেট তথ্যপ্রযুক্তিবিদদের সহায়তা  প্রদান করার কথা বলেন  । তিনি আরো বলেন  ট্রেডবডি থাকার কারনেই আজকের এই বাংলাদেশ তিনি সব ট্রেডবডিকে নিয়ে নীতিমালা দেওয়ার কথা বলেন এবং তা বাস্তবায়ন করায় দায়িত্ব তিনি নিজে নিবেন বলে জানান।

Share This:

*

*