ডিজিটাল পেমেন্ট সিস্টেম মোবিক্যুটির সর্বশেষ সংষ্ককরণের ঘোষণা দিয়েছে মোবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা। এ সংস্করণে শুধুমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমেই লেনদেন সম্পন্ন করা যাবে। নতুন এই সংস্করণটিকে অ্যাপলের সর্বশেষ মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস টেন এর উপযোগী করে তৈরি করা হয়েছে। এখানে গ্রাহকরা সহজেই ব্যবহার করতে পারবেন অ্যাপলের ভয়েস কন্ট্রোলড ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট অ্যাপ শ্রীকিটকে।
অ্যাপলের শ্রীকিটের সঙ্গে একীভূত হওয়ার কারণে মোবিক্যুটির গ্রাহকরা পাচ্ছেন আরো সহজ, দ্রুত ও ঝাঁমেলামুক্ত লেনদেন করার অভিজ্ঞতা। এছাড়াও মোবিক্যুটি নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তির থ্রিডি টাচের সুবিধা যার ফলে ব্যবহারকারীরা ওয়ালেট অ্যাপ্লিকেশন খোলা ছাড়াই গুরুত্বপূর্ণ ফিচারগুলো যেমন লেনদেনের ইতিহাস, বর্তমান ব্যালেন্স ইত্যাদি দেখতে পারবেন।
এ সম্পর্কে মাহিন্দ্রা কমভিভার মোবাইল ফাইনান্সিয়াল সলিউশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) শ্রীনিভাস নিডুগন্ডি বলেন, সিরি ভয়েস এবং থ্রিডি টাচের সঙ্গে একীভ‚ত হওয়ার কারণে মাহিন্দ্রা কমভিভার মোবিক্যুটি লেনদেনে নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে, যা গ্রাহকদের আরো আধুনিক লেনদেন করার অভিজ্ঞতা দেবে।
তিনি আরো বলেন, এই একীভ‚ত হওয়ার ফলে আমরা গ্রাহকদেরকে আরো উন্নত সেবা প্রদানে সক্ষম হবো যা সাধারণ মানুষদেরকে মোবাইল ওয়ালেট ব্যবহারে উদ্ভুদ্ধ করবে।