বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বসছে তিন দিন ব্যাপী টেকশহর ডটকম ল্যাপটপ ফেয়ার-২০১৬। মেলায় অংশ গ্রহনকারী প্রযুক্তি পন্যের আমদানীকারক প্রতিষ্ঠানগুলো বদ্ধ পরিকর প্রযু্িক্তপ্রেমীদের সর্বশেষ প্রযুক্তির সাথে। এই মেলাতে আসছে আসুসের নতুন আল্ট্রাবুক আসুস “জেনবুক ৩” (ইউ এক্স ৩৯০)। নতুন এই আলট্রাবুক দেশীয় বাজারে উন্মোচন উপলক্ষে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিজস্ব অফিসে আয়োজন করে এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আল-ফুয়াদ ও প্রোডাক্ট ম্যানেজার আশিকুজ্জামান। বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিম উদ্দিন খন্দকার। অনুষ্ঠানে আলট্রাবুক আসুস জেনবুক-৩ এর বিস্তারিত তুলে ধরা হয়।
নজর কাড়া ডিজাইন এবং পার্ফরমেন্সের জন্য ইতিমধ্যে বিশ্বব্যাপী সাড়া ফেলেছে আসুসের নতুনেই আলট্রাবুক। এর বাহিরের গড়নে ব্যবহার করা হয়েছে এই রোস্পেস গ্রেড আলুমিনিয়াম অ্যালয়, যা আর দশটি সাধারণ নোটবুক থেকে একে করেছে ৫০% বেশি শক্তিশালী। রয়াল ব্লু রঙের এই নোটবুকের চারপাশে সোনালি ফ্রেম নোটবুকটির ডিজানে এনেছে সম্পূর্ণএক নতুন মাত্রা।আর এর সাথে মিলিয়ে এর কিবোর্ডেও যোগ হয়েছে সোনালি ব্যাকলিট। জেনবুক৩ এর ডিসপ্লের ব্যাজেল অত্যন্ত কম হওয়ায় এতে রয়েছে ৮২% স্ক্রিন বডি অনুপাত।মাত্র ৭.৫ মিলিমিটার ব্যাজেল এ মোড়ানো ১২.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেটিতে প্রোটেকশানের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৪।মাত্র ৯১০ গ্রাম ওজনের আর ১১.৯ মিলি মিটার পাতলাহাল্কা এই আল্ট্রাবুকটি বহনেওঅত্যন্ত আরামদায়ক। জেনবুক ৩ এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইন্টেলের সপ্তম প্রজন্মের কোর আই ৭ প্রসেসর। এতে আরো থাকছে ৫১২ গিগাবাইটের তৃতীয় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস এসএসডি যা প্রচলিত সাটা-৩ এসএসডি থেকেও ৩ গুন দ্রুত ডেটা ট্রান্সফারে সক্ষম। আরো থাকছে ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র্যাম, যা এর ব্যবহারকারীকে দিবে স্বছন্দে একাধিক কাজ করার অভিজ্ঞতা।বিশ্বখ্যাতঅডিও টেকনোলজি নির্মাতা হারমান/কারডন আর আসুস এর নিজস্ব সনিকমাস্টার টেকনোলজির পার্টনারশিপে তৈরি হয়েছে এর বিল্টিন ৪টি স্পিকার। আসুস জেনবুবক ৩ থাকছে ৪০ ওয়াটের লি পলিমার ব্যাটারি যা ৯ ঘন্টা পর্যন্ত নোটবুকটিকে সচল রাখতে সক্ষম। ফাস্ট চার্জিং টেকনোলজি থাকায় মাত্র ৪৯ মিনিটেই ৬০% পর্যন্ত চার্জ নিয়ে নিতে পারে এই আল্ট্রাবুকটি।আসুস জেনবুক ৩-এ আরো থাকছে জেনুইন মাইক্রসফট উইন্ডোজ ১০ প্রো। সাথে রয়েছে টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৪.১, ডুয়েল ব্যান্ড ৮০২.১১এসি ওয়াইফাই, কার্ড-রিডার, কমবো অডিও জ্যাক ও এইচডিএমাই পোর্ট।বাংলাদেশের বাজারে নোটবুকটি পাওয়া যাবে রয়াল ব্লু রঙে। দাম ১,৩৯,০০০ টাকা।
আসুস বাংলাদেশের ওয়েবসাইটঃ http://www.asus.com/bd/
আসুস বাংলাদেশের ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/ASUS.Bangladesh/