আজও সরকারী ছুটি থাকায় সকাল থেকেই প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় মুখরিত মেলা । এদের কেউ এসেছেন স্মার্টফোন আবার কেউবা এসেছেন ট্যাব কিনতে। তবে মেলা ঘুরে দেখা যায় বর্তমানের স্মার্টফোনগুলোর পর্দা বড় হওয়ায় অনেকেই ট্যাবের কাজ স্মার্টফোনেই সারছেন। তাই স্মার্টফোন স্টলগুলোতে বেশি ভিড় লক্ষ করা যায়। কথা হয় শাওমি স্টলে থাকা নারায়ণগঞ্জ তোলারাম কলেজের ছাত্রী আনিকার সাথে। তিনি বলেন মেলায় আসলে অনেক নিত্য নতুন মডেলের সেট পাওয়া যায়, যেগুলো হয়তো প্রচলিত মার্কেটগুলোতে যেতে আরও কয়েক দিন সময় লেগে যাবে। তাই একটু আগে ভাগে লুফে নেওয়ার জন্যই বাবাকে সঙ্গে নিয়ে মেলায় এসেছি। তার পছন্দের সেট শাওমি এম আই ৬। আর তাই পছন্দের কারনটিও তিনি অকপটে স্বীকার করলেন ঠিক এভাবে। আমরা তরুণ-তরুণীরা পছন্দের সেরাটাই নিতে চাই। শাওমী অন্যদের তুলনায় সেরাটাই দিচ্ছেন আমাদের হাতে।
মেলা উপলক্ষে সেটটিতে দেওয়া হচ্ছে রবির ১০ জিবি ইন্টারনেট অফার। নগদ মূল্য ছাড়। ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামরার এই সেটটিতে রয়েছে অ্যাডরিনো জিপিইউ, অক্টাকোর সিপিইউ ও স্ন্যাপ ড্রাগন চিপসেট। ৬ জিবি র্যামের এই সেটটির স্টোরেজ ৬৪ জিবি। মেলা উপলক্ষে নতুন এই সেটটিতে দেওয়া হচ্ছে ৫০০ টাকার ছাড়। পাশাপাশি উপহার হিসেবে থাকছে টি-শার্ট, পানির পট ও পাওয়ার ব্যাংক। এছাড়াও শাওমী স্টলে পাওয়া যাচ্ছে সর্বশেষ প্রযুক্তির হেডফোন, ব্লু টুথ স্পিকার, ওয়্যারলেস রাউটার ও পাওয়ার ব্যাংক।
মেলায় প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। আজ মেলার শেষ দিন। মেলা চলবে রাত ৮ টা পর্যন্ত।