মেলায় দর্শনার্থীরে আর্কষণ ছিলো ইয়োগা ট্যাব

স্মার্টফোন ও ট্যাব মেলায় অংশগ্রহণ করেছে প্রযুক্তি পণ্যের পরিবেশক ও সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড।  মেলা উপলক্ষে গ্লোবাল ব্র্যান্ডের সকল পণ্যের উপর ছাড় ও অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।।   মেলায় ট্যাব ও ফ্যাব এর বিভিন্ন আকষর্ণীয় মডেল এবং অফার নিয়ে অংশ নিয়েছে লেনোভো।  মেলায় লেনোভো নিয়ে এসেছে ফ্যাব ২, ফ্যাব ২ প্লাস,লেনোভো ট্যাব ও ইয়েঅগা ট্যাবের নানান মডেল ।  লেনোভোর সকল পণ্যে রয়েছে বিষেশ মূল্য ছাড় সাথে যে কোন লেনোভো ট্যাব কিনলে উপহার হিসেবে পাওয়া যাবে একটি আকর্ষণীয় টি-শাট ।
এছাড়াও মেলা উপলক্ষে এডাটা দিচ্ছে ৫ধরনের পাওয়ার ব্যাংকে বিশাল মূল্য হ্রাস।

Share This:

*

*