তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস আসন্ন ল্যাপটপ ফেয়ারে নিয়ে এলো কনজ্যুমার, কমার্শিয়াল আর গেমিং সিরিজের নতুন মডেলের ল্যাপটপ। এছাড়াও মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার আর উপহারের আয়োজন। ১১ জুলাই ২০১৯ থেকে আন্তর্জাতিক বঙ্গবন্ধু মিলনায়তনে (বিআইসিসি) তিন দিন ব্যাপী আয়োজিত ল্যাপটপ মেলায় থাকছে আসুস এর বিশেষ আয়োজন। আসুসের বেশ কয়েকটি মডেল উন্মোচিত হতে যাচ্ছে এই মেলায়।
আসুস ভিভোবুক সিরিজ (এক্স৪১২/৫১২)
মেলায় এলো আসুস এর নতুন ল্যাপটপ ভিভোবুক এক্স৪১২/ ৫১২। রঙ্গিন ও নতুন ডিজাইনের এই ল্যাপটপ। প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এই সিরিজটি বাজার মূল্য ৪১৫০ টাকা থেকে শুরু করে ৮৪,৫০০ টাকা পর্যন্ত। ল্যাপটপটিতে থাকছে ইন্টেলের ৭ম/৮ম প্রজন্মের প্রসেসর আর সাথে থাকছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। ১৪ / ১৫ ইঞ্চির নোটবুকটিতে আরও থাকছে ৪ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট এসএসডি সহ ১ টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক এর সুবিধা। ল্যাপটপটি পাওয়া যাবে চারটি ভিন্ন রঙ্গে।
আসুস এক্স সিরিজ-(এক্স৪০৯/৫০৯)
দারুণ সব ফিচার নিয়ে এসেছে আসুস এক্স ৪০৯ (১৪ ইঞ্চি) / এক্স ৫০৯ (১৫ ইঞ্চি)। সম্পূর্ণ নতুন এই সিরিজের ল্যাপটপ গুলোতে আছে স্বল্প ব্যাজেলের ন্যানো এজ ডিসপ্লে আর ফাস্ট চার্জিং টেকনোলজি। মাত্র ১.৬৫ কেজি ওজনের এই ল্যাপটপটি ওজনে হাল্কা, আর গড়নে শক্তিশালী। নোটবুকটি ৮ম প্রজন্মের ইন্টেল কোর আই ৩ থেকে শুরু করে কোর আই ৭ প্রসেসর আর ৪ গিগাবাইট বিল্ট-ইন র্যাম সহ পাওয়া যাবে। এর দাম ৪৩০০০ টাকা থেকে থেকে শুরু করে ৬৪০০০ টাকা পর্যন্ত।
আসুস জেনবুক- (এউএক্স ৩৬২, এউএক্স ৪৩৩/৫৩৩)
বাজারে আসুস এর আল্ট্রাবুক জেনবুক ইতিমধ্যেই ক্রেতাদের কাছে সুপরিচিত। মেলায় আসুস এর জনপ্রিয় জেনবুক সিরিজে এসেছে জেনবুক ফ্লিপ। শক্তি আর সৌন্দর্যের সমন্বয়ে তৈরি এই নোটবুকটি বিশেষ ভাবে তৈরি হয়েছে “ক্রিয়েটিভ” মানুষের কথা মাথায় রেখে। থাকছে সর্বশেষ ইন্টেলের ৮ম প্রজন্মের প্রসেসর। ল্যাপটপটি ৩৬০ ডিগ্রিতে ভাজ করে এর স্ক্রিনে “স্টাইলাস” কলমের সাহায্যে লিখা লিখি কিংবা আঁকা যাবে খুব সহজে। এতে আরও থাকছে ফিঙ্গার প্রিন্ট, ন্যানো এজ ডিসপ্লে, স্বল্প ব্যাজেলের ন্যানো এজ ডিসপ্লে, ব্যাকলিট কি বোর্ড সহ অত্যাধুনিক সকল ফিচার থাকছে। এছাড়াও আধুনিক ডিজাইন, হালকা গড়ন আর অত্যাধুনিক প্রযুক্তির আসুস জেনবুক পাওয়া যাবে ৭০,৫০০ টাকা থেকে ১,১৭,০০০ টাকা পর্যন্ত।
গেমিং- (টাফ এফএক্স৫০৫)
মেলায় পাওয়া যাবে নতুন গেমিং সিরিজ এর নোটবুক আসুস টাফ এফএক্স৫০৫। ভারী গেম খেলার উপযোগী এই ল্যাপটপটিতে থাকছে নতুন এএমডি রাইজেন প্রসেসর সহ এনভিডিয়া জিটিএক্স ১৬৬০টিআই পর্যন্ত গ্রাফিক্স কার্ড। দীর্ঘক্ষণ গেম খেলা কিংবা গ্রাফিক্সের কাজের জন্য এতে আছে হাইপার কুল কুলিং সিস্টেম। মূল্য ৮৬,০০০ টাকা থেকে ১,০৭,০০০ টাকা পর্যন্ত।
রিপাবলিক অফ গেমারস (আর ও জি)-জি৫৩১, জিএক্স৫৩১
রিপাবলিক অফ গেমারস সিরিজের নতুন আকর্ষণ ৯ম প্রজন্মের প্রসেসর সহ আরওজি স্ট্রিক্স ৩। প্রফেশনাল ই-স্পোর্টস খেলোয়াড়দের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই নোটবুক গুলো। দুটি ল্যাপটপেই থাকছে ১৬ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৬০ গ্রাফিক্স কার্ড, ২৫৬ গিগা এসএসডি আর ১ টেরা হার্ডডিস্ক। নোটবুকটিতে থাকছে ১৪৪ হার্টযের ডিসপ্লে প্যানেল। ডিজাইন ও কনফিগারেশন ভেদে ল্যাপটপ গুলোর দাম ৯৪,০০০ টাকা থেকে ১,৯০,০০০ টাকা পর্যন্ত।
কনভার্টিবল ল্যাপটপ-(টিপি ৪১২)
আসুসের কনভার্টিবল ল্যাপটপেও এসেছে নতুন অনেক গুলো মডেল। আসুসের ভিভোবুক ফ্লিপের কনভার্টিবল সিরিজ ৩৬০ ডিগ্রিতে ঘুরিয়ে ইচ্ছে মত ব্যবহার সম্ভব। থাকছে দারুণ টাচ স্ক্রিন অভিজ্ঞতা আর ডেডিকেটেড গ্রাফিক্স সাথে ৮ম প্রজন্মের প্রসেসর সহ নেয়ার সুবিধা। এর সাথে থাকা প্রেশার- সেনসিটিভ ডিজিটাল পেন দিয়ে ছবি-আঁকা, নোট করা যাবে স্বচ্ছন্দে। ডিজাইন ও কনফিগারেশন ভেদে ল্যাপটপ গুলোর মূল্য পড়বে ৭৩,০০০ টাকা থেকে ৮৬,৫০০ টাকা পর্যন্ত।
আসুস এর প্রতিটি ল্যাপটপে থাকছে জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম। সাথে থাকছে আসুস এর নিজস্ব আই কেয়ার টেকনোলজি। বাংলাদেশে একমাত্র আসুসই দিচ্ছে ২ বছরেরে আন্তর্জাতিক বিত্রয়োত্তর সেবা।
ল্যাপটপ মেলায় আসুস এর বিশেষ অফার
মেলা উপলক্ষে আসুস নোটবুকে থাকছে বিশেষ আয়োজন। ক্রেতাগণ আসুসের গেমিং (এফএক্স, আরওজি) এবং জেনবুক সিরিজের ল্যাপটপ কিনলে পাবেন ১ বছরের “এক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন”। এর আওতায় প্রথম একবছর যেকোনো ধরনের দুর্ঘটনা জনিত কারনে ল্যাপটপের যেকোন সমস্যা হলে বিনা মূল্যে ক্রেতারা সেবা পাবেন আসুস থেকে। বাংলাদেশে ল্যাপটপে সর্বপ্রথম এমন অফার নিয়ে এসেছে আসুস। এছাড়াও আসুসের যে কোন মডেলের ল্যাপটপ কিনে ক্রেতারা পাবেন ঢাকা-ব্যাংকক- ঢাকা এয়ার টিকেট, এলইডি টিভি, এসি সহ আরও অনেক আকর্ষণীয় উপহার জিতে নেয়ার সুযোগ।