মেন্স এশিয়া কাপ ২০১৭-তে টাইটেল স্পন্সর হিসেবে বিশ্বের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো মটোকর্প লিমিটেডের নাম ঘোষণা করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। এবারের মেন্স এশিয়া কাপ ২০১৭-এর আয়োজন করছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রতি চার বছর পর অনুষ্ঠিত হওয়া এই কাপের দশম আয়োজনটি এবার ঢাকার মাওলানা ভাষানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ১৯৮৫ সালের পর এই আয়োজনটি আবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ অক্টোবর থেকে ২২ অক্টোবর, ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটির শিরোনাম ‘হিরো এশিয়া কাপ ২০১৭’।
হকি খেলার উন্নয়নে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সাথে থেকে বৃহদাকারে সহায়তা করে যাচ্ছে হিরো মটোকর্প-এর প্রধান কার্যালয়- ভারতের নয়া দিল্লী। হিরো এশিয়া কাপ ২০১৭-এর মতো বড় টুর্নামেন্টের মাধ্যমে এই খেলার উন্নয়নের জন্য নানা পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হিরো মটোকর্প-এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পাওয়ান মুনজাল এই পার্টনারশিপ সম্পর্কে বলেন, “হিরো মটোকর্প-এ আমরা, বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনের সহযোগিতায় বিশ্বব্যাপি তরুণদের মধ্য থেকে ভালো খেলোয়াড় এবং দলীয় স্পৃহা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা এফএএইচ-এর সাথে সফলভাবে কাজ করে যাচ্ছি এবং এখন আমরা এশিয়ান হকি ফেডারেশনের সাথে যুক্ত হতে পেরে অনেক আনন্দিত। আমি নিশ্চিত যে, দশম মেন্স হকি এশিয়া কাপে আমাদের টাইটেলস্পন্সরশিপ নতুন দর্শকদের আকৃষ্ট করতে ভালো ভূমিকা রাখবে। আমি অংশগ্রহণকারী সকল দলকে শুভ কামনা জানাচ্ছি এবং একটি জমকালো টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছি। ১৯৮২ সালে শুরু হওয়া মেন্স এশিয়া কাপে জয়লাভ করেছিলো পাকিস্তান এবং এই দেশটি পরবর্তী দুটি আয়োজন ১৯৮৫ এবং ১৯৮৯ সালেও জয়লাভ করে। ভারত ২০০৩, ২০০৭ সালে এবং কোরিয়া ১৯৯৩, ১৯৯৯, ২০০৯ ও ২০১৩ সালে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের সংখ্যা নয়টি। টুর্নামেন্টটিতে এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে জোরালো প্রতিযোগিতা হবে। বিশ্বকাপের জন্য নির্বাচিত দল আগামী ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভারতের ভুবনেশ্বরে খেলবে।
এ বছরের এই প্রিমিয়ার মহাদেশীয় টুর্নামেন্টটির আয়োজক দেশ বাংলাদেশসহ এতে অংশ নেবে চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ওমান এবং পাকিস্তান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভারতের অবস্থান শীর্ষে। এফআইএইচ হিরো ওয়ার্ল্ড র্যাংকিংয়ে এর অবস্থান ষষ্ঠ, যেখানে কোরিয়ার অবস্থান ১৩তম। বিশ্বের ১২তম স্থানে অবস্থানকারী মালয়েশিয়া লন্ডনে হকি ওয়াল্ড লিগ সেমিফাইনালে চমৎকার খেলেছে এবং ১৪তম শীর্ষস্থানীয় দল পাকিস্তানকে বেশ কোণঠাঁসাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলো।
এবারের টুর্নামেন্টে হিরো মটোকর্প টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হওয়া এবং এশিয়ান হকি ফেডারেশনকে লিড পার্টনার হিসেবে সহায়তা করায় এএইচএফ সভাপতি এইচআরএইচ প্রিন্স আবদুল্লাহ আহমেদ শাহ আনন্দিত হয়েছেন।
তিনি বলেন, “ভারতবর্ষের সবচেয়ে সফল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি হিরো মোটকর্প এই আয়োজনের সাথে এই যুক্ত হওয়ায় আমরা খুবই আনন্দিত। এই প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরে খেলাটির জন্য অসাধারণ সমর্থন দিয়ে আসছে। এটি এশিয়ার হকির জন্য একটি মাইলফলক এবং এই খেলার উন্নয়ন এবং পেশাদারিত্বের জন্য এএফএইচ যে পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এএইচএফ-এর সিইও তৈয়ব ইকরাম বলেন, “আন্তর্জাতিক খেলোয়াড় এবং হিরো মটোকর্পের মতো একটি প্রিমিয়ার ব্র্যান্ডের সহযোগিতায় কর্পোরেশন বিগত দুই বছরের সফলতায় এই খেলাকে এশিয়ার নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঢাকায় অনুষ্ঠিতব্য হিরো এশিয়া কাপ মিডিয়ার মাধ্যমে আমাদের সেরা ক্রীড়াবিদদের বিশ্বব্যাপী দর্শকদের কাছে তুলে ধরবে। আমি এই চমৎকার আয়োজন এবং উত্তেজনাকর ম্যাচের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি বলেন, “এশিয়ার বৃহত্তম হকি টুর্নামেন্ট হিরো এশিয়া কাপ ঢাকা ২০১৭-এর সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি। আমি নিশ্চিত বাংলাদেশ হকি ফেডারেশন এই টুর্নামেন্টটি সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা আশাবাদী যে, এশিয়ান হকি ফেডারেশন এর সাথে যুক্ত হয়ে, আমরা সারা বিশ্বে লক্ষ লক্ষ হকিপ্রেমীদের জন্য একটি চমৎকার এবং সফল টুর্নামেন্ট উপহার দিতে সক্ষম হবো। আমি হিরো এশিয়া কাপ ঢাকা ২০১৭-এর সাফল্য কামনা করি।