দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড দক্ষ জনবল প্রস্তুত করার জন্য মেট্রোনেট একাডেমি প্রতিষ্ঠা করেছে। নিজস্ব নবীন কর্মকর্তাদেরদের প্রশিক্ষনের মাধ্যমে যাত্রা শুরু হলো মেট্রোনেট একাডেমির। আজ রাজধানীর গুলশানে এফবিসিসিআই পরিচালক, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি, বেসিসের পূর্বতন সভাপতি এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমাস কবীর মেট্রোনেট একাডেমির উদ্বোধন করেন। মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ, মুহাম্মদ রেদওয়ানুল করিম, ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট তানিয়া হক প্রান্তি এবং ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশন ম্যানেজার মুন মন্ডল রাজীব আজকের ট্রেনিং সেশন পরিচালনা করেন।
মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমাস কবীর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের বর্তমান জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলতে হলে এখনই তরুণদের নিয়ে কাজ শুরু করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়লেও গত দেড় বছরে তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে উঠেনি। সেই জায়গা থেকেই মেট্রোনেট একাডেমি আত্মপ্রকাশ করল আজ। নিজস্ব কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এখানে তরুণদের সফট ও টেকনিক্যাল স্কিল দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।