মুজিব বর্ষ উপলক্ষে বিটিসিএল ল্যান্ডলাইনের সংযোগ ফ্রি করেছে। পাশাপাশি সেবা বিষয়ক একটি অ্যাপও চালু করেছে বিটিসিএল।
গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা বা টেশিসের দোয়েল ল্যাপটপের নতুন মডেল উদ্বোধন, বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিটের অবমুক্তকরণ, টেলিটকের ডিজিটাল আর্কাইভের উদ্বোধন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একই অনুষ্ঠানে বিটিসিএল এর এসব সেবারও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।