১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে উদ্বোধন করেন সম্পূর্ণ বাংলায় নির্মিত ই-লার্নিং সেবা ‘মুক্তপাঠ’। সেবাটির মূল প্রতিপাদ্য ‘শিখুন…যখন যেখানে ইচ্ছে’। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে তৈরি মুক্তপাঠের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী তো বটেই, আগ্রহী যে-কেউ অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। পোর্টালটির ঠিকানা: www.muktopaath.gov.bd
দেশের সব প্রান্তের শিক্ষকেরা যেন অনলাইনে পাঠদান করতে পারেন, সে জন্য মুক্তপাঠে চালু করা হয়েছে ‘মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি’ শীর্ষক অনলাইন কোর্স। কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে সনদও মিলবে। সনদটি তাঁদের পেশাগত নানা সুযোগ-সুবিধা পেতে সহায়ক হবে বলে জানানো হয়। এ ছাড়া কৃষকদের শস্য উৎপাদনের জন্য ভার্মি কম্পোস্ট বা কেঁচো-সার নিয়ে ৭০টি ভিডিও রয়েছে এতে। বৈদেশিক কর্মসংস্থানের প্রস্তুতি বিষয়টিও বাদ যায়নি। পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্সগুলো যোগ করা হবে।
মুক্তপাঠে সাধারণ, কারিগরি, বৃত্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা-বিষয়ক কোর্স গ্রহণ করা যাবে। বিজ্ঞপ্তি