তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ডিজিটাল আইসিটি ফেয়ারে নিয়ে এলো আকর্ষণীয় অফার। মেলায় ক্রেতাদের নতুন কিছু উপহার দিতেই আসুসের এই আয়োজন।
মেলায় আসুস এর যেকোনো ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন “স্ক্র্যাচ কার্ড” যাতে থাকছে নিশ্চিত উপহার। উপহার হিসেবে থাকছে আসুস জেনফোন, রাইস কুকার, ব্লেন্ডার মেশিন, ওয়াশিং মেশিন এবং মেগা গিফট রিফ্রিজারেটর। আরও থাকছে এক্সক্লুসিভ জ্যাকেট ও টিশার্ট। আসুসের নতুন অনেক গুলো পণ্য মিলবে এই মেলায়। এর মধ্যে উল্লেখযোগ্য আসুস এর কনভার্টিবল ভিভোবুক ফ্লিপ টিপি ৩০১ – যা একই ধারে ৩৮০ ডিগ্রীতে ঘুরিয়ে টেবলেট মুডেও চালানো যাবে। এছাড়াও জেনবুকে যুক্ত হয়েছে জেনবুক ফ্লিপ এস।
ভিভোবুক সিরিজে নতুন যোগ হয়েছে ইন্টেল এর ৮ম প্রজন্মের প্রসেসর সহ নোটবুক। এছাড়াও ইন্টেল এর ৮ম প্রজন্মেরর প্রসেসর ও ন্যানো এজ ডিসপ্লের ভিভোবুক এস সিরিজেও থাকছে ক্রেতাদের আকর্ষণ।
গ্রাফিক্স সহ বিভিন্ন আইটি প্রফেশনালদের জন্য থাকছে আসুস এর এন সিরিজের নোটবুক। গেমিং সিরিজে বরাবরের মতই আসুস দিচ্ছে বিভিন্ন কনফিগারেশান এর আর ও জি সিরিজ ও এফ এক্স সিরিজের নোটবুক।
ঢাকার মাল্টি-প্ল্যান সেন্টারে ডিজিটাল আইসিটি ফেয়ার চলবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।