সুরক্ষিত থাকি, নির্ভয়ে বাঁচি’ স্লোগানে গত বৃহস্পৃতিবার ঢাকার কাওরান বাজারে মশক নিধন অভিযান পালন করেছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। টানা তিন ঘন্টা এই অভিযান চালানো হয়।
এ আয়োজনে সহযোগী স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং পৃষ্ঠপোষক হিসেবে ছিল ক্যাসপারস্কি।
অভিযান শুরুর আগে সফটওয়্যার টেকনোলজি পার্কের অডিটরিয়ামে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয। এতে উপস্থিত ছিলেন বিআইজেএফ সভাপতি মোজাহেদুল ইসলাম , সাধারণ সম্পাদক হাসান জাকির, প্রথম আলো’র যুগ্ম ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, কম্পিউটার জগতের সহকারী সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু, স্মার্ট টেকনলোজি’র হেড অব মার্কেটিং মাহফুজুর রহমান মুকুল, হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেনসহ বিআইএজএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ডেঙ্গু প্রায় মহামারী রূপ ধারণ করেছে। দেশের প্রায় ৬১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তবে ঢাকায় তথা রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ সবেচেয়ে বেশি। ভয়াভয় এ সংকটের সময় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম যেমন জরুরি তেমনি ডেঙ্গুর বিস্তার রোধে সর্বস্তরে সচেতনতা জরুরি। তবে ডেঙ্গু নিধনে সুপারম্যান হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন ডেঙ্গু প্রতিরোধের স্বদিচ্ছা এবং ছোট ছোট কিছু উদ্যোগ।