সরাসরি প্রধানমন্ত্রীর হাতে থাকা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। গুঞ্জনটাও উঠেছে তাই। মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন তারানা হালিম এবং জুনাইদ আহমেদ পলক। মুলত দেশের সফটওয়্যার রপ্তানীতে সাফল্য গাথাঁ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তফা জব্বারকে আরও দায়িত্ব দেওয়ার কথা চিন্তা ভাবনা করেন। তারই ফলস্বরুপ মন্ত্রী হতে যাচ্ছেন তিনি। মোস্তাফা জব্বার বেসিসের বর্তমান সভাপতি। বিসিএসের চারবারের এই সভাপতি বেসিসের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও পরিচালক ছিলেন। তাঁর কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে। ১৯৭৩ সালে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন। তিনি ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ)-এর সাধারণ সম্পাদক ছিলেন। মোস্তাফা জব্বার বাংলাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য ‘অ্যাসোসিও-র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ অবদান সম্মাননা’ ও পেয়েছেন।