মধ্য বাড্ডায় স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের নতুন এক্সক্লুসিভ জোন উদ্বোধন

কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স, মধ্য বাড্ডা এবং পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য এক ছাদের নিচে স্যামসাং-এর সব আসল পণ্যের চাহিদা মেটাতে নতুন একটি এক্সক্লুসিভ জোন উদ্বোধন করেছে। ট্রান্সকম ডিজিটাল পরিচালিত এই এক্সক্লুসিভ জেনটি বাড্ডার জিএ ৯১, মধ্য বাড্ডা, ঢাকা- ১২১২-এ অবস্থিত।  মধ্য বাড্ডার এই ব্র্যান্ড শপে গ্রাহকরা ক্রয় করতে পারবেন টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোনসমূহ। এই এক্সক্লুসিভ জোনে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইলেকট্রনিক ডিভাইসগুলোর ওয়ান স্টপ শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকদের প্রতি স্যামসাং- এর প্রতিশ্রুতিরই অংশ।

এক্সক্লুসিভ জোনটি উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন। এতে আরও উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস ফিরোজ মোহাম্মদ, ট্রান্সকম গ্রুপের ডিরেক্টর এরশাদ ওয়ালিউর রহমান, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সিওও এরশাদ হক এবং হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী।

ফটো ক্যাপশন: স্যামসাং ইলেকট্রনিক্স মধ্য বাড্ডা এবং পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য এক ছাদের নিচে স্যামসাং-এর সব আসল পণ্যের চাহিদা মেটাতে নতুন একটি এক্সক্লুসিভ জোন উদ্বোধন করেছে। এক্সক্লুসিভ জোন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) স্যামসাং ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস ফিরোজ মোহাম্মদ, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সিওও এরশাদ হক, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, ট্রান্সকম গ্রুপের ডিরেক্টর এরশাদ ওয়ালিউর রহমান এবং হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী।  বিস্তারিত জানতে  (টোল ফ্রি) – ০৯৬১২-৩০০-৩০০, ০৮০০০-৩০০-৩০০ অথবা ভিজিট করুন স্যামসাং- এর ফেসবুক পেজ www.facebook.com/SamsungBangladesh/

 

 

 

Share This:

*

*